Guideline

ই-লার্নিং কন্টেস্ট ২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মসমূহঃ

১. কোন রেজিষ্ট্রেশন ফি ছাড়াই সম্পুর্ন ফ্রি রেজিষ্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
২. দেশের যেকোনো প্রান্ত থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, একাডেমিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কিত বিষয়ভিত্তিক ফ্রি ল্যান্সার ট্রেইনার / ইন্সট্রাক্টর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।


নিম্নোক্ত নিয়মগুলো অনুসরণ করে কন্টেন্ট জমা দিতে হবে।

ফরমাল/পরিচ্ছন্ন পোশাক পরিধান করে ক্লাস রেকর্ড করতে হবে। উল্লেখ্য, সবুজ রঙ আছে এমন কোন পোশাক পরে রেকর্ড করা যাবে না।
রেকর্ডিং এর সময় সাউন্ড ক্লিয়ার থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন বাইরের সাউন্ড না আসে। এক্ষেত্রে সাউন্ড রেকর্ডিং বয়া বা মাইক্রোফোন ব্যাবহার করা যেতে পারে।
ভিডিও ক্লিয়ার হয় এমন ক্যামেরা / ফোন দিয়ে ক্লাস রেকর্ড করতে হবে।
রাইটিং বোর্ড ব্যাবহারের ক্ষেত্রে পরিচ্ছন্ন বোর্ড ব্যাবহার করতে হবে যা কোন দেয়াল বা স্টেন্ড এ ঝুলানো থাকবে, কোন চেয়ার বা টোলের উপর রেখে ব্যাবহার করা যাবে না, যা দৃষ্টীকটু হয়। এক্ষেত্রে মাল্টিমিডিয়া বা স্মার্ট বোর্ড হলে বেশী ভালো হয়।
কোর্স টাইটেল, ক্লাস সংখ্যা ও ম্যাটেরিয়াল ইন্সট্রাক্টর নিজেই নির্ধারণ করবেন।
ক্লাস রেকর্ডিং এর জন্য ইন্সট্রাক্টর প্রয়োজন ও সুবিধা অনুযায়ী ডিজিটাল বোর্ড, সাদা বোর্ড, মার্কার, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাব ব্যাবহার করতে পারেন এমনকি পাওয়ার পয়েন্ট এর মাধ্যমেও কোর্স তৈরি করা যেতে পারে।
বিষয়ভিত্তিক এক বা একাধিক ভিডিও ক্লাস সম্বলিত পূর্ণ কোর্স জমা দিতে হবে। আংশিক বা অসম্পূর্ণ কোর্স গ্রহণযোগ্য নয়।
প্রতিটি ভিডিও ক্লাস সর্বনিম্ন ১৫ মিনিট থেকে সর্বোচ্চ ৬০ মিনিট পর্যন্ত হতে হবে।
প্রতিটি ভিডিও ক্লাসের জন্য সাথে ক্লাস লেকচার ম্যাটেরিয়াল ও কমপক্ষে ১০ টি করে অনুশীলনমুলক প্রশ্ন / কুইজ থাকতে হবে।
ধর্মীয়, সামাজিক, রাষ্ট্র বা সরকার বিরোধী বিতর্কিত কোন কন্টেন্ট গ্রহনযোগ্য নয়।
কন্টেন্ট জমা দেওয়ার সময় ইনফরমেশন ফর্মে ইন্সট্রাক্টর বা ট্রেইনার এর ছবি, শিক্ষাগত যোগ্যতা, পেশা, অভিজ্ঞতা, বর্তমান ঠিকানা ইত্যাদি জমা দিতে হবে।

WE ARE COLLABORATED WITH