ই-লার্নিং কন্টেস্ট ২০২১ প্রতিযোগিতা হলো এমন একটি উদ্যোগ, যেখানে সারাদেশ থেকে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক/প্রশিক্ষকগণের সেরা কোর্স সংগ্রহ করে শিক্ষার্থী, চাকুরিজীবী ও চাকুরী প্রত্যাশীদের সম্পূর্ণ বিনামূল্যে জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়ে দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি গড়ে তোলা হবে, পাশাপাশি অভিজ্ঞ প্রশিক্ষকগণকে তাদের কোয়ালিটি কন্টেন্ট এর জন্য পুরস্কৃত করা এবং ধারাবাহিক উপার্জনের সুবিধা প্রদান করা হবে । গ্রহণ করতে পারবেন।
শিক্ষা বোর্ডের পরিক্ষক, একাডেমিক শিক্ষক/শিক্ষিকা, কর্পোরেট ট্রেইনার, স্কিলস/ল্যাঙ্গুয়েজ ট্রেইনার, ফ্রি-ল্যান্সার, বিষয় ভিত্তিক দক্ষ প্রশিক্ষক।
না, আপনি ছাত্র, ফ্রিল্যান্সার বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হলেও সমস্যা নেই, মান সম্পন্ন কোর্স থাকলেই আপনি অংশগ্রহন করতে পারবেন।
শিক্ষাঙ্গন ডট কমের ওয়েবসাইটে প্রবেশ করে ই-লার্নিং কন্টেস্ট ২০২১ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগিন করুন- https://elearning.shikkhangon.com/home/login
না, একজন অংশগ্রহণকারী কেবল একবার রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে একজন অংশগ্রহণকারী চাইলে একাধিক ক্যাটাগরিতে কন্টেন্ট জমা দিতে পারবেন।
এটা নির্ভর করবে কন্টেন্ট কোয়ালিটির উপর তবে কন্টেন্ট মান সম্পন্ন হলে ২ টি ক্যাটাগরি ও ৭টি সাব ক্যাটাগরিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে মোট ২১ জন সেরা কন্টেন্ট প্রদানকারীকে চ্যাম্পিয়ন, ১ম রানারআপ, ২য় রানারআপ হিসেবে নির্বাচন করে এওয়ার্ড, সনদ ও এককালীন আর্থিক পুরস্কারসহ ধারাবাহিক আর্থিক সুবিধা প্রদান করা হবে। এছাড়াও প্রিমিয়াম কন্টেন্ট প্রদানকারীগণ পাবেন ধারাবাহিক উপার্জনের সুযোগ তথা আর্থিক সুবিধা।
যেসকল কোর্স প্রদত্ত নিয়ম অনুযায়ী যথাযথভাবে তৈরি ও শিক্ষার্থীদের জন্য উপযোগী বলে নির্বাচিত হবে এমন সকল কোর্স-ই প্রিমিয়াম কন্টেন্ট বা কোর্স হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, বাছায়কৃত প্রিমিয়াম কন্টেন্টসমূহ শিক্ষাঙ্গনের প্লাটফর্ম থেকে শিক্ষার্থীদের জন্য পাবলিস করা হবে, যা শিক্ষার্থীরা সম্পূর্ন বিনামূল্যে দেখতে পারবে। এক্ষেত্রে কোর্সে অংশগ্রহণকারী ও কোর্স ভিউ এর উপর ভিত্তি করে ইন্সট্রাক্টর প্রতি মাসে নিয়মিত ভাবে পেমেন্ট প্রাপ্ত হতে থাকবেন।
হ্যাঁ, শিক্ষার্থীরাও ফ্রিল্যান্সার হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন।
০১ অক্টোবর'২১ থেকে ৩০ নভেম্বর’২১ পর্যন্ত।
না, কোন রেজিস্ট্রেশন ফি নেই, এই প্রতিযোগিতায় অংশগ্রহন সম্পূর্ণ ফ্রি।