“শিক্ষাঙ্গন.কম” কপোট্রনিক ইনফোসিস্টেমস লিমিটেডের ডিজিটাল এডুকেশন উদ্যোগ, যা সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বেসিস জাতীয় আইসিটি পুরস্কার প্রাপ্ত তথ্য প্রযুক্তি সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। কপোট্রনিক শিক্ষা মন্ত্রণালয়ের ই-সেবা প্রজেক্টের আওতায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের ওয়েব পোর্টাল, অটোমেশন, বোর্ডের অধিনস্থ প্রায় ১৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব পোর্টালসহ সকল অনলাইন সার্ভিস কার্যক্রমের মাদ্যমে এ যাবত প্রায় ১ কোটিরও বেশি ছাত্র-ছাত্রী, লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা ও অগনিত অভিভাবকবৃন্দকে বিভিন্ন অনলাইনে সেবা প্রদান করে আসছে এবং ইতোমধ্যে সরকার ও নাগরিক সেবা ক্যাটাগরিতে শিক্ষা বোর্ড অটোমেশনের স্বীকৃতি স্বরুপ বেসিস জাতীয় তথ্য প্রযুক্তি পুরস্কার-২০২০ অর্জন করে।
বাংলাদেশে বর্তমানে ১১ কোটি ২৭ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে যার, একটা বড় অংশ শিক্ষার্থী। বর্তমানে দেশে ৩ কোটিরও বেশী শিক্ষার্থী রয়েছে, যাদের কাছে আপনি পৌঁছে দিতে পারেন আপনার দেশ সেরা ই-লার্নিং ভিডিও কোর্স আর জিতে নিতে পারেন ল্যাপটপ, স্মার্ট ফোন, ট্যাব, স্মার্ট ওয়াচের মতো আকর্ষণীয় সব পুরষ্কার ও ধারাবাহিক আর্থিক সুবিধা। দেশসেরা ই-লার্নিং ইন্সট্রাক্টর হয়ে আকর্ষণীয় পুরষ্কার ও ধারাবাহিক উপার্জনের সুযোগ পেতে জয়েন করুন শিক্ষাঙ্গন আয়োজিত “ই-লার্নিং কন্টেস্ট”-এ। আপনি যদি শিক্ষা বোর্ডের পরিক্ষক, একাডেমিক শিক্ষক/শিক্ষিকা, কর্পোরেট ট্রেইনার, স্কিলস/ল্যাঙ্গুয়েজ ট্রেইনার, ফ্রি-ল্যান্সার, বিষয় ভিত্তিক দক্ষ প্রশিক্ষক হয়ে থাকেন, তাহলে আপনার দক্ষতা ও জ্ঞান কে ছড়িয়ে দিতে পারেন দেশব্যাপী লাখো শিক্ষার্থীর মাঝে ই-লার্নিং কন্টেস্ট -এ আপনার তৈরিকৃত ভিডিও কোর্স জমা দিয়ে।
সারাদেশ থেকে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক/প্রশিক্ষকগণের সেরা কন্টেন্ট সংগ্রহ করে শিক্ষার্থী, চাকুরিজীবী ও চাকুরী প্রত্যাশীদের সম্পূর্ণ বিনামূল্যে জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়ে দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি গড়ে তোলা, পাশাপাশি অভিজ্ঞ প্রশিক্ষকগণকে তাদের কোয়ালিটি কন্টেন্ট এর জন্য পুরস্কৃত করা এবং ধারাবাহিক উপার্জনের সুবিধা প্রদান ।
২ টি ক্যাটাগরি ও বিভিন্ন সাব ক্যাটাগরিতে মোট শতাধিক সেরা কোর্স প্রদানকারী পাবেন ল্যাপটপ, ট্যাব, মোবাইল, এওয়ার্ড ও সনদসহ ধারাবাহিক আর্থিক সুবিধা।
৪ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর অক্টোবর’২২ পর্যন্ত।
বাছাইকৃত কোর্সগুলো শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রি দেখার ও অনুশীলন করার সুযোগ পাবে। প্রাসঙ্গিক বিষয়, শেখানোর কৌশল ও সাবলীল উপস্থাপনার উপর নির্ভর করবে ভিডিও ভিত্তিক ক্লাসের ভিউ ও শেয়ার। নির্ধারিত পুরস্কারের পাশাপাশি ভিডিও ভিউ উপর ভিত্তি করে প্রতি মাসে সম্মানিত শিক্ষকগনকে আর্থিক সম্মানী প্রদান করা হবে। নিন্মে ভিউ উপর ভিত্তি করে আর্থিক সম্মানীর আনুমানিক পরিমাণ উল্লেখ করা হলো, যা ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
প্রতি ভিডিও ভিউ পরিমাণ (মাসিক) | কোর্সে ভিডিও পরিমাণ | সম্মানির পরিমান |
---|---|---|
২০,০০০ | ২ | ৬০০ |
১,০০,০০০ | ২ | ৩০০০ |
১০,০০,০০০ | ২ | ৩০,৬০০ |
৩৫.০০.০০০ | ২ | ১,০৫,০০০ |
১,০০,০০,০০০ | ২ | ৩,০৬,০০০ |
বিঃ দ্রঃ সম্মানির প্রাপ্য টাকা প্রতি ভিডিও ভিউ পরিমাণ এবং সময় সাপেক্ষে পরিবর্তিত হবে।